রাজধানীর মগবাজারে আমবাগান এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় নুসরাত জাহান সুমি নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অফিসকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৯টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
সুমির ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার বোন কারওয়ান বাজারে একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন। অফিস থেকে গোড়ানের বাসায় যাওয়ার পথে আমবাগান এলাকায় ট্রেনলাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।
‘আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানায়। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট। আমার বোনের দুই বছর হলো বিয়ে হয়েছে। তার কোনো সন্তানাদি নেই। তার স্বামী তানভীর আহমেদ কুমিল্লায় পল্লী সমবায় ব্যাংকের কর্মকর্তা।’