ফেনীর সোনাগাজীতে বালু তোলা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর মেয়রসহ ৩ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মেয়রসহ ২২ জনের নামে আদালতে মামলা হয়েছে।
ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আদালতে সোমবার দুপুরে মামলাটি করেন নুরুল আলম। তিনি ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকানাধীন প্রত্যয় এন্টারপ্রাইজের ম্যানেজার।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী বুলবুল আহম্মদ সোহাগ। তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
এজাহারে বলা হয়েছে, প্রত্যয় এন্টারপ্রাইজ সরকারকে রাজস্ব দিয়ে সব নিয়ম মেনে সোনাগাজীর সোনাপুর এলাকায় ফেনী নদীতে মুহুরী প্রকল্পের ১ হাজার মিটার সামনে ৮৪ একর জায়গা ইজারা নিয়ে বালু তুলেছে। গত ১৪ অক্টোবর একই স্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ কয়েকজন জোড় খাটিয়ে বালু তুলতে থাকে।
বাদীর অভিযোগ, এ সময় স্থানীয়রাসহ মেসার্স প্রত্যয় এন্টারপ্রাইজের শ্রমিকরা তাদের বাধা দেয়। তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়াভাবে হামলা চালায়। হামলাকারীরা তাদের ৩ লাখ টাকার ২৫ হাজার ঘনফুট বালু, ২০টি ড্রামে থাকা ৬০০ লিটার ডিজেল, ১ লাখ ৯২ হাজার টাকা দামের ৪টি জাহাজের ১৬টি ব্যাটারি লুট করে নেয়। আরও ৭ লাখ টাকা মূল্যের জিনিসপত্র ভাঙচুর করে।
এর আগে মেয়র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুলকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গত শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানায় করা ওই মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭-৮ জনকে।