বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুরস্কার আর সংবর্ধনায় ভাসলেন সাফজয়ী পাহাড়ি কন্যারা

  •    
  • ১৭ অক্টোবর, ২০২২ ২১:০৯

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খেলোয়াড়রা জানান, গণমানুষের সংবর্ধনা তাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আগামীতে তাই আরও কঠোর অনুশীলনের মাধ্যমে বড় জয় নিয়ে আসবেন তারা।

ফুটবলে বাংলাদেশি নারীদের সাফ জয়ের উদযাপন যেন শেষ হবার নয়। এই বিজয়ে বড় অবদান রাখা পাহাড়ি কন্যাদের এবার সংবর্ধনা দিল খাগড়াছড়ি জেলা পরিষদ।

সোমবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদে পা রাখেন সাফজয়ী জাতীয় দলের খেলোয়াড় আনাই মগিনী, আনুচিং মগিনী, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও সহকারী কোচ তৃষ্ণা চাকমা।

সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাংলো থেকে খেলোয়াড়দের নিয়ে ওই মোটর শোভাযাত্রাটি শুরু হয়। গিয়ে শেষ হয় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে। খেলোয়াড়দের সংবর্ধনা দিতে সেখানে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। ফুল ও ক্রেস্টের পাশাপাশি খেলোয়াড়দের প্রত্যেককে দেয়া হয় ২ লাখ ১ হাজার টাকার চেক।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খেলোয়াড়রা জানান, গণমানুষের সংবর্ধনা তাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আগামীতে তাই আরও কঠোর অনুশীলনের মাধ্যমে বড় জয় নিয়ে আসবেন তারা।

অনুষ্ঠানে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সাংসদ বাসন্তী চাকমা ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই চৌধুরী জানান, চলতি অর্থবছরে দুই কোটি টাকা ব্যয়ে আনাই আনুচিং মগিনীদের বাড়িতে যাওয়ার জন্য কালভার্ট ও সংযোগ সড়ক এবং আগামী অর্থবছরে ২ কোটি টাকা ব্যয়ে মনিকা চাকমার বাড়িতে যাওয়ার সড়ক ও সেতু নির্মাণ করা হবে। এসব সড়ক ও সেতুর নাম খেলোয়াড়দের নামে নামকরণের ঘোষণা দেয়া হবে।

এ বিভাগের আরো খবর