রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে তাকে আটক করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, ‘আমাদের কাছে খবর ছিল যে শহিদুল টাকা ছাড়া শিক্ষকদের সার্ভিস বুক ছাড় করেন না। এ ছাড়া এক শিক্ষকের কাছ থেকে ১৬ হাজার টাকা তিনি ঘুষ নিয়েছেন বলেও আমরা জানতে পারি। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া। ঘুষ নেয়া ১৬ হাজার টাকাও তার কাছেই ছিল।’
তিনি জানান, শহিদুল ইসলামকে আটক করে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন মামলা অনুমোদনের জন্য দুদক থেকে চিঠি দেয়া হবে।
বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক ও জেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।