বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাকরি হারালেন জাহাঙ্গীরনগরের ৩ শিক্ষক

  •    
  • ১৬ অক্টোবর, ২০২২ ১৯:৫৫

চাকরিচ্যুত তিন শিক্ষক হলেন জাবির রসায়ন বিভাগের অধ্যাপক আনন্দ কুমার ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম।

অনুমতি ছাড়া ছুটি কাটানোর দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

রোববার জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

চাকরিচ্যুত তিন শিক্ষক হলেন জাবির রসায়ন বিভাগের অধ্যাপক আনন্দ কুমার ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম।

প্রশাসন সূত্রে জানা যায়, অধ্যাপক আনন্দ কুমার ঘোষ ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে শিক্ষাছুটিতে ছিলেন। কয়েক দফায় ছুটি বাড়ান তিনি। সবশেষ বাড়ানো ছুটির তারিখ পার হলেও তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি। এ সময়ে বিশ্ববিদ্যালয় থেকে তিনবার যোগদানের তাগাদাপত্র দেয়া হলেও তিনি সাড়া দেননি। অননুমোদিত ছুটি কাটানোর দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেয়া হয়।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে শিক্ষাছুটিতে ছিলেন। ছুটি শেষ হওয়ার পর যোগদানের জন্য ২০২০ সালের ৩ মার্চ তাকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠির জবাবে তিনি নিজেই বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দাবি করেন।

এ ছাড়া ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগমকেও অননুমোদিত ছুটি কাটানোর দায়ে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এই অব্যাহতি ২০১৯ সালের ২ আগস্ট থেকে কার্যকর।

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘যারা অননুমোদিত ছুটিতে আছেন তাদের অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য বলছি। অন্যথায় বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

এ বিভাগের আরো খবর