প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
গতকাল শনিবাবর দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন বিশ্বের অন্যতম ধনী দ্বীপরাষ্ট্র ব্রুনাই দারুস সালামের সুলতান হাসানাল বলকিয়াহ। এটিই তার প্রথম সফর।
প্রধানমন্ত্রী কার্যালয়ে আসার আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার পরিবারের সদস্যরা সুলতানকে অভ্যর্থনা জানান।
ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি একান্ত বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকও এখানে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দুই দেশের নাবিকদের সনদ দেয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুলতান সরাসরি চলে যাবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সন্ধ্যা ৬টায় সুলতানকে নিয়ে ঢাকা ত্যাগ করবে একটি বিশেষ ফ্লাইট। ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফরসঙ্গীদের বিদায় জানাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের এপ্রিলে ব্রুনাই সফর করেন। ব্রুনাইয়ের সুলতানের এটা ফিরতি সফর।
এর আগে ব্রুনাই সুলতানের আমন্ত্রণে ২০১৯ সালের ২১ থেকে ২৩ এপ্রিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনার পাশাপাশি ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছিল।