বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিত্যক্ত ওয়ার্ডরোবে নারীর হাত-পা বাঁধা দেহ

  •    
  • ১৫ অক্টোবর, ২০২২ ২২:২৬

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ওয়ার্ডরোবের ভেতর সাবিনা নামের নারীর হাত-পা বাঁধা মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর সদরে রাস্তার পাশে ফেলে রাখা একটি ওয়ার্ডরোবের ভেতর থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ী সিকদার মার্কেটের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খুন হওয়া নারীর নাম সাবিনা বেগম। ৩০ বছর বয়সী সাবিনা কুড়িগ্রামের উলিপুর থানার দারারপাড় গ্রামের আয়নাল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, একটি ওয়ার্ডরোব রাতের অন্ধকারে কে বা কারা রেখে যায়। এলাকার লোকজন এটি দেখে সন্দেহ হলে জয়দেবপুর থানাকে জানায়। পুলিশ ওয়ার্ডরোবটি খুলে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

স্থানীয় গ্রাম পুলিশ রেজাউল ইসলাম মরদেহটি শনাক্ত করেন। তিনি জানান, মরদেহটি তার জামাতা জসিমের বোন সাবিনা বেগমের।

নিহতের ভাই জসিম জানান, সাবিনা নাওজোডর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কারখানায় চাকরি করতেন।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ওয়ার্ডরোবের ভেতর সাবিনা নামের নারীর হাত-পা বাঁধা মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর কেউ মরদেহটি ওয়ার্ডরোবে ঢুকিয়ে সড়কের পাশে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো খবর