বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের মানুষ যেন দোজখের আগুনে জ্বলছে: জি এম কাদের

  •    
  • ১৫ অক্টোবর, ২০২২ ২২:০৪

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন প্রসঙ্গ তুলে জি এম কাদের বলেন, ‘এই নির্বাচনই প্রমাণ করে যে কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার ও সরকারি দলকে খুশি করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন অনিয়মকেই নিয়মে পরিণত করে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের দেশের মানুষ যেন দোজখের আগুনে জ্বলছে। অর্থাভাবে বেশিরভাগ মানুষ বাজার করতে পারছে না। আরেকটি অংশ দেশে টাকা রাখার জায়গা পাচ্ছে না। তারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।’

শনিবার বিকেলে রাজধানীর উত্তরখান কলেজিয়েট স্কুল মাঠে থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যারা সরকারি দল করেন শুধু তারাই যেন বেহেশতে আছেন। আর অন্য সবাই যেন দোজখের আগুনে জ্বলছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান- কোনো মৌলিক অধিকার নেই মানুষের। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে উন্নয়নের নামে লুটপাট চলছে।’

তিনি বলেন, বিপুল অর্থ ব্যয়ে মেগা প্রকল্প নেয়া হচ্ছে। একটিও সময়মতো শেষ হচ্ছে না। এতে প্রমাণ হয়, প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে হচ্ছে না। তাই সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্পের ব্যয় বাড়ছে।

‘এক বছরে শুধু সুইস ব্যাংকেই চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। যেখানে মানুষের মৌলিক অধিকার নেই, সেখানে শুধু লুটপাটের জন্যই মেগা প্রকল্প নেয়া হচ্ছে। মেগা প্রকল্প মানেই মেগা লুটপাট।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সেপ্টেম্বরে এফএও একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বিশ্বের ৪৫টি দেশ খাদ্য সংকটে পড়বে। এর মধ্যে এশিয়ার ৯টি ও দক্ষিণ এশিয়ার ৩টি দেশ রয়েছে। দুঃখজনকভাবে তালিকায় দক্ষিণ এশিয়ার শ্রীলংকা ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নামও রয়েছে।

‘রিজার্ভ সংকট, টাকার অবমূল্যায়ন ও বিদ্যুতের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে কৃষকের সেচ ব্যবস্থাপনা। আবার সারের মূল্যবৃদ্ধির কারণেও ব্যাহত হচ্ছে খাদ্যশস্য উৎপাদন। ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়তে পারে দেশ। এ নিয়ে সরকারের যেন কোন মাথাব্যথা নেই।’

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন প্রসঙ্গ তুলে জি এম কাদের বলেন, ‘এই নির্বাচনই প্রমাণ করে যে কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সরকার ও সরকারি দলকে খুশি করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন অনিয়মকেই নিয়মে পরিণত করে।’

তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা ইভিএম-এ নির্বাচনের বিরোধিতা করছি। কারণ ইভিএম-এ ঘোষিত ফল চ্যালেঞ্জ করা সম্ভব হয় না। কোন প্রার্থী সংক্ষুব্ধ হলে, কোন প্রমাণ নিয়ে তিনি আইনের আশ্রয় নিতে পারেন না। ইভিএম-এর দোষ না থাকলেও যারা তা পরিচালনা করেন তারা নিরপেক্ষ নয়।’

উত্তরখান থানা জাতীয় পার্টির আহ্বায়ক মাহমুদুল হাসান আলালের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর জাপার আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের।

এ বিভাগের আরো খবর