বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে হেলপারের ধাক্কায় বাসে পিষ্ট যুবক

  •    
  • ১৫ অক্টোবর, ২০২২ ২১:৪২

আবু সাদাত সাহেদ বলেন, ‘আমার ভাই মুরাদ মতিঝিল এলাকায় একটি বায়িং হাউসে কর্মরত ছিল। সন্ধ্যার দিকে সে মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ী বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক আসলে বাসের ভেতরে হেলপার মোহন মিয়া ও চালক শাহ আলম তাকে মারধর করে বাস থেকে ফেলে দেয়।’

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস থেকে ফেলে দিয়ে সে বাসেই পিষ্ট করে এক যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যাত্রীর নাম আবু সায়েম মুরাদ। তার বয়স ৩৫ বছর। তিনি মতিঝিলে একটি বায়িং হাউসে কাজ করতেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

স্বজনরা খবর পেয়ে মুরাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের কড় ভাই আবু সাদাত সাহেদ বলেন, ‘আমার ভাই মুরাদ মতিঝিল এলাকায় একটি বায়িং হাউসে কর্মরত ছিল। সন্ধ্যার দিকে সে মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ী বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক আসলে বাসের ভেতরে হেলপার মোহন মিয়া ও চালক শাহ আলম তাকে মারধর করে বাস থেকে ফেলে দেয়।

‘পড়ে গেলে তার উপর দিয়েই চালক গাড়ি চালিয়ে দেয়। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে মেডিক্যালের জরুরি বিভাগে আনি। তখন ডাক্তার জানায় মুরাদ মারা গেছে।’

তিনি জানান, তাদের বাড়ি দক্ষিণ যাত্রাবাড়ী ১০২/২/এ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখা গেছে গাড়িতে আংশিক আগুন ধরানো হয়েছে। দুজনকে বেধড়ক পিটুনি দিচ্ছে লোকজন। তখন দুইজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

‘এখন দুজন চিকিৎসাধীন, বাসটিকে থানায় নেয়া হয়েছে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হবে। হেলপার মোহনের অভিযোগ, নিহত মুরাদের সাথে এক যাত্রীর তর্ক-বিতর্ক হয় এবং তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে মুরাদ তাকে মারধর করে বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়।’

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর