বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শান্তি রক্ষা মিশনে নিহত তিন সৈনিকের জানাজা ও দাফন সম্পন্ন

  •    
  • ১৫ অক্টোবর, ২০২২ ২০:৫৭

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নিহত শান্তিরক্ষীদের সম্মানে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাদের মরদেহ আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ নিজ গ্রামে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন করা হয়।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে নিহত তিন শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি অ্যাভিয়েশন হ্যাঙ্গারে এই জানাজা সম্পন্ন হয়। পরে তাদের নিজ নিজ এলাকায় পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।

অপারেশনে নিহত সৈনিকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার জসিম উদ্দিন, নীলফামারীর জাহাঙ্গীর আলম ও সিরাজগঞ্জের শরিফ হোসেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নিহত তিন সৈনিকের জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সব পদবির সদস্যরা জানাজায় অংশ নেন।

এ সময় সেনাবাহিনী প্রধান নিহত শান্তিরক্ষীদের সম্মানে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তী সময়ে সেনা সদস্যদের মরদেহ আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ নিজ গ্রামে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন কাজ সম্পন্ন হয়।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আভিযানিক কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি শান্তিরক্ষীরা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হন। এতে তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন।

সেনা সদস্যদের মরদেহ ১৪ অক্টোবর বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ১২৯ জন বাংলাদেশের সেনা সদস্য প্রাণ বিসর্জন দিয়ে স্মৃতিতে অম্লান হয়ে আছেন।

এ বিভাগের আরো খবর