কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন ৩৭ বছর বয়সী মৌলভী মোহাম্মদ ইউনূছ ও মোহাম্মদ আনোয়ার। তার বয়স ৩৮ বছর।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বালুখালীর ক্যাম্প ১৮ ও ১৯ নম্বরে মাঝামাঝি একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউনূছ ক্যাম্পের ১৩-এর এফ/২ ব্লকের সাব মাঝি ও একই ক্যাম্পের হেড মাঝি আনোয়ার।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
তিনি জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ক্যাম্প-১৮-১৯ এর মাঝামাঝি স্থানের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন হেড মাঝি আনোয়ার ও সাব মাঝি ইউনূছ। এ সময় তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। তাদের ছুরিকাঘাত ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলে মারা যান ইউনূছ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান হেড মাঝি আনোয়ার।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’