রাজধানীর জুরাইনে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত ১টার দিকের এই দুর্ঘটনায় দগ্ধদের গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তারা হলেন ১৯ বছর বয়সী জুম্মন হোসেন হাওলাদার, ৬০ বছর বয়সী আব্দুর রহমান, ৭০ বছরের আজিজুল হক, ৪৫ বছরের খলিলুর রহমান, ২২ বছরের মো. জিহাদ ও ২০ বছরের মো. সিরাজ।
দগ্ধ সিরাজ বলেন, ‘আমরা তিতাসের শ্রমিক। রাতে জুরাইন কবরস্থানের পেছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাসলাইন লিকেজ মেরামত করছিলাম। এ সময় গর্তে ড্রেনের পানি আসছিল। এতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচের সময় মোটর বিস্ফোরিত হয়।’
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে। কার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাবে না।