বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনুমতি ছাড়াই ময়মনসিংহে সমাবেশের ডাক বিএনপির, সতর্ক পুলিশ

  •    
  • ১৪ অক্টোবর, ২০২২ ২২:১১

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি নিউজবাংলাকে বলেন, ‘সার্কিট হাউস মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। সেখানে জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে অনুমতি দেয়া হয়নি।’

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুমিত না পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার দুপুরে এই সমাবেশ শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে দলটির পক্ষ থেকে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, সার্কিট হাউস মাঠে জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তারা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। সেখানে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।

এদিকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু বলেন, ‘পুলিশ আমাদেরকে পলিটেকনিকেল মাঠে সমাবেশ করতে অনুমতি দিয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে। শনিবার সমাবেশ সফল করতে আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে।’

পুলিশ বলছে অনুমতি দেয়নি- এমন প্রশ্নে তিনি বলেন, ‘পুলিশ কখনও লিখিতভাবে অনুমতি দেয় না। কি কারণে না করেছে জানি না। তবে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আমাকে জানিয়েছে পুলিশ সমাবেশ করতে অনুমতি দিয়েছে।’

নির্ধারিত স্থানে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সমাবেশ করার অধিকার আমাদের রয়েছে। আর মাত্র একদিন বাকি থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি।’

তিনি বলেন, ‘আমরা কারও শত্রু না, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। কারও সঙ্গে আমাদের দ্বন্দ্ব নেই, শান্তির্পূণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ করতে চাই। এ জন্যে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি। সংবিধানের সবটুকু অধিকার আমরা পেতে চাই।’

তিনি বলেন, ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে বিএনপি কর্মীদের হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের ডাক দেয়া হয়।’

তিনি জানান, ময়মনসিংহে শনিবার সমাবেশ করার ঘোষণা রয়েছে। এখনও সমাবেশের অনুমতি মেলেনি।

নজরুল ইসলাম খান জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা সব বাধা অতিক্রম করে নিজ দাবিতে ঐক্যবদ্ধ হতে শুরু করুন।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।

শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি নিউজবাংলাকে বলেন, ‘সার্কিট হাউস মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। সেখানে জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে অনুমতি দেয়া হয়নি।’

তিনি বলেন, ‘বিএনপি শনিবার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তারা হয়তো প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছেন। সমাবেশের আশপাশে পুলিশের একাধিক টিম সতর্ক অবস্থানে থাকবে।’

বিশৃঙ্খলা বা যেকোনো অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর