বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপপুরের দেড় হাজার টনের যন্ত্রাংশ মোংলায়

  •    
  • ১৩ অক্টোবর, ২০২২ ২০:৫৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর এটি রাশিয়া থেকে আসা তৃতীয় চালান। শুক্রবার ১৩ অক্টোবর সকাল থেকে সড়কপথে এগুলো বিদুৎকেন্দ্রে পাঠানো হবে। এর আগে ১ আগস্ট তিন হাজার ৩২৮ মেট্রিক টন ও ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে দুটি জাহাজ এই বন্দরে আসে।

পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ ‘এমভি আনকা সান’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তিনটি জাহাজ এলো রাশিয়া থেকে।

বৃহস্পতিবার বিকেলে এই পণ্য নিয়ে সাউথ আফ্রিকার পতাকাবাহী জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। গত ৩০ সেপ্টেম্বর জাহাজটি রাশিয়ার নোভোরসিস বন্দর থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসে।

প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে পণ্য খালাস শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘কনভেয়ার শিপিংয়ের’ ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী।

তিনি জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর এটি রাশিয়া থেকে আসা তৃতীয় চালান। শুক্রবার ১৩ অক্টোবর সকাল থেকে সড়কপথে এগুলো বিদুৎকেন্দ্রে পাঠানো হবে।

এর আগে ১ আগস্ট তিন হাজার ৩২৮ মেট্রিক টন ও ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে দুটি জাহাজ এই বন্দরে আসে।

২ হাজার ৪০০ মেগাওয়াটের রূপপুর পারমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম। সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর দ্বিতীয় ইউনিট চালু হবে ২০২৪ সালে।

তবে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অবরোধ দিলে প্রকল্পটি সময় মতো বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে। পরে রোসাটম বিবৃতি দিয়ে বলে, ইউক্রেন ইস্যুতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে কোনো ধরনের প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই শেষ হবে প্রকল্পের কাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-সচিব মাকরুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বেশিরভাগ মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর থেকে এসেছে। সেই ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু রেল সেতু, মেট্রোরেলসহ বেশকিছু প্রকল্পের মেশিনারিজ মোংলা বন্দর থেকে এসেছে। ভবিষ্যতেও সরকারি-বেসরকারি বিভিন্ন মেগা প্রকল্পের মেশিনারিজ এই বন্দর থেকে আসবে।’

এ বিভাগের আরো খবর