সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধোপাকান্দি ব্রিজের রেলিং ভেঙে ১২ ঘণ্টা ধরে ঝুলে ছিল একটি ট্রাক। সেটি উদ্ধার না হওয়া পর্যন্ত ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
মালবাহী ট্রাকটিকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সেখান থেকে সরাতে সক্ষম হয় উদ্ধারকর্মীরা। এরপর ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির।
তিনি জানান, বুধবার রাত ১২টার দিকে ঢাকাগামী ট্রাকটি ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ধোপাকান্দি ব্রিজে উঠলে রেলিং ভেঙে ঝুলে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। তবে ব্রিজের ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেতুর উত্তরে আরেকটি বেইলি সেতু দিয়ে দুটি লেনের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
ওসি বলেন, ‘১০ টন ওজনের ট্রাকটিতে আরও ১০ টন মালামাল ছিল। ফলে রেকার দিয়ে ট্রাকটি তুলতে অনেক সময় লেগেছে। চেইন কপ্পা দিয়ে ঠেকিয়ে ধীরে ধীরে ট্রাকের মালামাল আনলোড করে তারপর উদ্ধার করতে হয়েছে।
‘একটু এদিক-সেদিক হলে ট্রাকটি সম্পূর্ণ পানিতে পড়ে যেত। তারপরেও আমরা প্রায় ১২ ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করতে পেরেছি। এখন মহাসড়কের সব লেনে স্বাভাবিকভাবে যান চলাচল করছে।’