বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খাবারে তেলাপোকা, হলের ডাইনিংয়ে ছাত্রদের তালা

  •    
  • ১৩ অক্টোবর, ২০২২ ১৮:৪৭

ডাইনিং কর্মকর্তা রজব আলী বলেন, ‘চালের মধ্যে সাদা পোকা থাকতেই পারে। ঘটনা হলো, একটা দোষ যখন ছাত্ররা পান তখন সেই ৫০ বছর আগের কথা তুলে আনেন। তা-না হলে ঘটনা সাজাবে কি করে। এই খাবার শিক্ষার্থীদের খাওয়ানো আগে আমরা খেয়েছি। কই আমাদের খাবারে তো তেলাপোকা পড়ল না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডাইনিংয়ে তালা দিয়েছেন ছাত্ররা।

ওই হলের ছাত্ররা জানান, বৃহস্পতিবার দুপুরে ডাইনিংয়ে খাওয়ার সময় এক শিক্ষার্থী কচু শাকের মধ্যে তেলাপোকা পান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ডাইনিংয়ের গেটে তালা লাগিয়ে দেন।

তারা জানান, হলের ডাইনিংয়ে খাবারে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের পোকা পাওয়া যায়। এ সব বিষয় জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা গুরুত্ব দেন না। এছাড়া খুবই নিম্ন মানের চাল কিনে ভাত রান্না করা হয়।

লাইব্রেরি ম্যানেজমেন্টের মাস্টার্সের ছাত্র শরিফুল ইসলাম বলেন, ‘শাকের মধ্যে তেলাপোকা পাওয়ার পর ডাইনিংয়ের কর্মকর্তারা বলছেন, এটা মাছের মাথার একটা অংশ। আমরা ডাইনিং বন্ধ করে দিয়েছি। হল প্রশাসন যতক্ষণ না আসছে ডাইনিং বন্ধ থাকবে।’শিক্ষার্থী শংকর মল্লিক বলেন, ‘বুধবার দুপুরে খেতে বসে ভাতের মধ্যে পোকা পাই। ডাইনিংয়ের কর্মকর্তাদের বিষয়টি বললে আমাকে খাবারটি পরিবর্তন করে দেন।’

ফিসারিজ বিভাগের মাস্টার্সের সঞ্জয় কুমার সরকার বলেন, ‘কিছু দিন আগে ডালের মধ্যে পোকা পেয়েছি। জানানোর পর তারা বলেন, ভুলে হয়ে গেছে। প্রায়ই এই সমস্যা হয়ে থাকে।’

এ বিষয়ে জানতে চাইলে ডাইনিং কর্মকর্তা রজব আলী বলেন, ‘চালের মধ্যে সাদা পোকা থাকতেই পারে। ঘটনা হলো, একটা দোষ যখন ছাত্ররা পান তখন সেই ৫০ বছর আগের কথা তুলে আনেন। তা-না হলে ঘটনা সাজাবে কি করে। এই খাবার শিক্ষার্থীদের খাওয়ানো আগে আমরা আগে খেয়েছি। কই আমাদের খাবারে তো তেলাপোকা পড়ল না।’

তিনি আরও বলেন, ‘ভালো খাবার খাওয়ানো জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তবে একটা পথে চলতে গেলে ভুলত্রুটি হতেই পারে।’ হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসেছিলাম। আবারও বসবো। তারা লিখিতভাবে অভিযোগ জানালে সেসব নিয়ে আলোচনা করবো।’

এ বিভাগের আরো খবর