চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গোসলে নেমে ডুবে গেছে বলে জানিয়েছে পুলিশ।
লঞ্চঘাট এলাকার কসাইঘাট থেকে দুপুরে উদ্ধার করা হয় মরদেহদুটি।
মৃতরা হলেন, ফীত আলীম ও মো. আব্দুল্লাহ গাজী। তারা শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ত।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদ্রাসার ৫ থেকে ৬ জন ছাত্র লঞ্চঘাটের পূর্বপাশে গোসল করতে নামে। এর মধ্যে আলীম ও গাজী সাঁতার না জানায় তলিয়ে যায়। নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।