বন্ধঘোষিত গাইবান্ধা-৫ আসনের ভোটে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সাতদিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর পরই গাইবান্ধা ভোটের পরবর্তী নির্দেশনা দিবে সাংবিধানিক এ সংস্থাটি।
রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে কমিটির কাঠামো নিয়ে তিনি কোনো তথ্য দেননি।
তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তাকে সভাপতি করে গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলে ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী।
দুপুরে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি প্রসঙ্গে সিইসি বলেন, ‘অনিয়মগুলো তদন্ত করে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর গাইবান্ধা-৫ আসনের পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তগ্রহণ করা হবে।’