বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইবান্ধায় ভোট বাতিলের বৈধতা নিয়ে কাদেরের প্রশ্ন

  •    
  • ১৩ অক্টোবর, ২০২২ ১৬:৪২

গাইবান্ধায় ভোট চলাকালে নির্বাচন বাতিলের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানায়, সেটি এর আগে কখনও ঘটেনি। ইভিএমে ভোটারের পরিচয় নিশ্চিত হওয়ার পর গোপন কক্ষে থাকা ব্যক্তিদের ভোট দিয়ে দেয়ার বিষয়টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকায় বসে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত জানায় কমিশন।

ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে কেন্দ্র বন্ধ করা কতটুকু যৌক্তিক ও আইনসম্মত তা ভেবে দেখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট বাতিলের পর দিন বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোহাম্মাদপুরের বসিলা যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে ‘ঢাকা নগর পরিবহন’ চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যান সড়ক মন্ত্রী।

সেখানে তিনি কথা বলেন আগের দিনের বাতিল হওয়া উপ-নির্বাচনের ভোট নিয়ে। এই ভোট চলাকালে নির্বাচন বাতিলের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানায়, সেটি এর আগে কখনও ঘটেনি। ইভিএমে ভোটারের পরিচয় নিশ্চিত হওয়ার পর গোপন কক্ষে থাকা ব্যক্তিদের ভোট দিয়ে দেয়ার বিষয়টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকায় বসে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত জানায় কমিশন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তারা আমাদেরকে বলেছেন ভোট সুষ্ঠু হয়েছে, ডিসি বলেছেন ভোটে কোনো অনিয়ম হয়নি। অথচ নির্বাচন কমিশন ভোট বন্ধ করে দিল। এ কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমাদের কাছে স্পষ্ট নয়।’

এই নির্বাচনে দলের কোনো প্রভাব ছিল না দাবি করে আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘সরকার কোথাও নির্বাচনে হস্তক্ষেপ করে না। গাইবান্ধায়ও করেনি, আগামীতেও করবে না।’

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সাবিহা পারভীন। স্থানীয় সংসদ সদস্য সাদেক খান।

এ বিভাগের আরো খবর