চট্টগ্রামের কর্ণফুলীতে ‘এফভি মাগফেরাত’ নামের মাছ ধরার জাহাজডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। জীবিত উদ্ধারদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
কর্ণফুলী থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জাহাজডুবির ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন হলেন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, বাকি দুজনের মরদেহ এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি।
‘তাছাড়া গতকাল জীবিত উদ্ধারদের মধ্যে ১১ জন আহত ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’
কর্ণফুলীর ইছানগরে সি রিসোর্স কোম্পানির জেটি এলাকায় মঙ্গলবার রাত দেড়টায় ডক ইয়ার্ডে ওঠানোর সময় বয়ার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এফভি মাগফেরাত।
জাহাজটির মালিকানা র্যানকন গ্রুপের। এর সহকারী ব্যবস্থাপক মো. আলাউদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজে প্রচুর বিদ্যুৎ তৈরি হয়েছিল। এ কারণে বয়ার সঙ্গে ধাক্কা লেগে উল্টে ডুবে গেছে।’
কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, বঙ্গোপসাগরে ‘এমভি সুলতান সানজা’ ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে এখনো কাউকে উদ্ধার করা যায়নি।
তিনি বলেন, ‘কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় তিন মরদেহ উদ্ধার হলেও বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় কাউকে উদ্ধার করা যায়নি। আমাদের জাহাজ ‘অপূর্ব বাংলা’র মাধ্যমে তলিয়ে যাওয়া জাহাজ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।’