বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি ঠিক হবে: তথ্যমন্ত্রী

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ২৩:০৯

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার বিদ্যুতের লোডশেডিং থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে দেশের বিদ্যুতের লোডশেডিং ঠিক হয়ে যাবে।’

আগামী এক মাসের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বৈশ্বিক সমস্যার কারণে শুধু বাংলাদেশ লোডশেডিংয়ের কবলে নয়, বিশ্বের বহু দেশে আমাদের দেশের তুলনায় বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি।

‘সরকার বিদ্যুতের লোডশেডিং থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে দেশের বিদ্যুতের লোডশেডিং ঠিক হয়ে যাবে।’

দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে বুধবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

এ সময় উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে এক সময় উত্তরবঙ্গ মঙ্গা হিসেবে পরিচিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা টানা তিন বার সরকার গঠন করে ১৪ বছর ধরে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজ থেকে ১৪ বছর আগে দিনাজপুর শহর যেমন ছিল, তার থেকে আজকের চিত্র ভিন্ন।

‘১৪ বছর আগে দিনাজপুর থেকে যে ছেলে বিদেশে গেছে, সে দেশে ফিরে আজ দিনাজপুর শহরকে চিনছে না। সেই ছেলে ১৪ বছর আগে কাঁচামাটির বাড়ি থেকে বিদেশে গেছে, অথচ দেশে ফিরে দেখে পাকা বাড়ি। রাস্তাঘাট কাঁচা ছিল, আজ রাস্তাঘাট পাকা হয়েছে।’

দেশের লোডশেডিং পরিস্থিতির বিষয়ে গত সোমবার অবশ্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অক্টোবর নয়, নভেম্বরে লোডশেডিং কমবে।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আগামী নভেম্বরের আগে লোডশেডিং কমার আশা দেখছি না…আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ, আমরা গ্যাস আনতে পারিনি। এই মাসটা (অক্টোবর) একটু কষ্ট করতে হবে।’

এ বিভাগের আরো খবর