দিনাজপুরের নবাবগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফউদ্দীন আহমেদ বুধবার বিকেলে এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন ২৬ বছর বয়সী রেজোয়ান সাদ্দাম। তার বাড়ি নবাবগঞ্জের হরিপুর সোনামুড়ি গ্রামে।
এসব নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী তৈয়বা বেগম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে কৃষ্ণপুর গ্রামের লায়লা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজোয়ান সাদ্দামের। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা তাকে দেয় লায়লার পরিবার। বিয়ের পরও বিভিন্ন সময় যৌতুক পেতে লায়লাকে মারধর করতেন তিনি। সবশেষ ২০১৬ সালের ১০ জুলাই সাদ্দাম স্ত্রীর কাছে ৮০ হাজার টাকা চান। তা না দেয়ায় সে বছরের ২৫ জুলাই স্ত্রীকে হত্যা করেন তিনি।
পরদিন লায়লার বাবা সাবজান মিয়া নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।