বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিএনপিকে পদ্মার এপারে নামতে দেয়া হবে না’

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ২০:০৭

শেখ হেলাল বলেন,‘নির্বাচনে জয়ের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা অপরাজনীতির দোসর বিএনপিকে বিতাড়িত করবো। আন্দোলনের নামে তাদের নাশকতা করতে দেয়া হবে না। যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেয়া হবে না।’

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনই দাবড়ায়ে বাগেরহাট শহর থেকে দড়াটানা নদী পার করে দিয়েছি। এখন তারা আমাদের ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়। যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেয়া হবে না।

বুধবার বিকেলে বাগেরহাট শহরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরের রেলরোডে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শেখ হেলাল বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আগামী নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই আমরা শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

‘নির্বাচনে জয়ের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা অপরাজনীতির দোসর বিএনপিকে বিতাড়িত করবো। আন্দোলনের নামে তাদের নাশকতা করতে দেয়া হবে না। বাগেরহাটে তারা ঢুকতেও পারবে না।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতারা।

শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা হয় ও নেতা-কর্মীদের মধ্যে মিস্টি বিতরণ করা হয়।

এ বিভাগের আরো খবর