কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণের কারণে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে অ্যাভিয়েশনবিষয়ক সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)।
এটিজেএফবির সভাপতি নাদিরা কিরণ ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১২টায় কুর্মিটোলায় বিমান সদর দপ্তর বলাকায় সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে অ্যাভিয়েশন খাতের সাংবাদিকদের সঙ্গে বিমান কর্মকর্তাদের অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে আসছে এটিজেএফবি।
‘বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এ পরিস্থিতি পরিবর্তনে সংগঠনের পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে। সমস্যা সমাধানের বিষয়ে এটিজেএফবি আন্তরিকতা দেখালেও বিমানের পক্ষ থেকে বারবার অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটছে, যা হতাশাজনক। সর্বশেষ ২২ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে একই আচরণ করেন বিমানের কর্মকর্তারা। যা অসৌজন্যমূলক ও নিন্দনীয় বলে মনে করে এটিজেএফবি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের লাগেজ থেকে ডলার-টাকা চুরির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে যান সাংবাদিকরা। বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা বিমানের প্রধান কার্যালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন।
‘সাংবাদিকদের বিমান কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি বরং নিরাপত্তা কর্মীদের মাধ্যমে সাংবাদিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা বারবার অনুরোধ করলেও বিমানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ ধরনের অসহযোগিতা, অসৌজন্য আচরণের প্রতিবাদে বিমান আয়োজিত ১৩ অক্টোবরের মিট দ্য প্রেস অনুষ্ঠান বয়টকের ঘোষণা দিয়েছে এটিজেএফবি।’