এই কূটনীতিক বর্তমানে সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি এবং আফ্রিকান ইউনিয়নের সমসাময়িক বিষয়সহ ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে কাতারের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।
কাতারে নতুন রাষ্ট্রদূত হিসেবে মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।
নজরুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি এবং আফ্রিকান ইউনিয়নের সমসাময়িক বিষয়সহ ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই কূটনীতিক এর আগে রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও তিনি বিভিন্ন শাখায় বিভিন্ন পদে কাজ করেছেন।