নেত্রকোণায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন সিপিবি নেতা।
নিহত আব্দুল কাইয়ুম দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নামক একটি সংস্থায় চাকরি করতেন। সিপিবির জেলা শাখার সম্পাদকমণ্ডলীরও সদস্য ছিলেন তিনি। পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে গাজীপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যার দিকে মারা যান তিনি। এর আগে সকাল ৯টার দিকে শহরের পাটপট্টি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কাইয়ুম।
বুধবার সকাল সাড়ে ১০টায় সিপিবির জেলা কার্যালয়ের নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। দুপুর ২টার দিকে গরুহাট্টা এলাকার মিফতাহুল উলুম মাদ্রাসায় জানাজা শেষে পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি নলীনি কান্ত সরকার নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিপিবির জেলা শাখার যুগ্ম সম্পাদক কোহিনূর বেগম জানান, মঙ্গলবার সকালের দিকে আব্দুল কাইয়ুম তার জয়নগরের বাসা থেকে রিকশায় পাটপট্টি এলাকায় তার অফিসে যাচ্ছিলেন। এ সময় পাটপট্টি ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।
জেলা শাখার সভাপতি আরও জানান, রাতেই কাইয়ুমের মরদেহ নেত্রকোণায় নেয়া হয়।