বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোপালপুরে ২৮টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ১১:১২

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দুটি ইউনিয়নের নির্বাচনে চলছে ভোটগ্রহণ। তবে ২৮টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।

হেমনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৭১ জন। কেন্দ্র ১৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯১টি। হেমনগর ইউনিয়নে ৮ জন এবং ঝাওয়াইল ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ইউনিয়নে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

‘নৌকা’ প্রতীকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার হীরা, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মাসুদ খান নাসির ‘টেবিল ফ্যান’ এবং অপর স্বতন্ত্র প্রার্থী হেমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম রোজ তালুকদার ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝাওয়াইল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন। কেন্দ্র ১৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৮৭টি।

এই ইউনিয়নে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন ভোটাররা। এখানে ‘নৌকা’ প্রতীকে উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার শিখা এবং স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মিজানুর রহমান তালুকদার ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরো খবর