লালমনিরহাটে কুলাঘাট ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আছির হকের নেতৃত্বে দলটির প্রায় ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এই ইউনিয়ন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত।
সোমবার রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন বিএনপি অফিসে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগ দেয়া জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে আছেন- কুলাঘাট ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, সাবেক সহ-সভাপতি শ্রী রতন চন্দ্র রায়, মো. রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক ও যুব সংহতি সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক যুব সংহতি কুলাঘাট ইউনিয়নসহ আরও অনেকেই।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন।
বিএনপিতে যোগ দেয়া অ্যাডভোকেট আছির হক বলেন, ‘আমি দীর্ঘ ২৭ বছর জাতীয় পার্টির রাজনীতি করে এসেছি। আমি কুলাঘাট ইউনিয়নকে একটি শক্তিশালী জাতীয় পার্টি উপহার দিয়েছিলাম। সদর উপজেলা জাতীয় পার্টিকে আমি সুসংগঠিত করেছি। বিনিময়ে জাতীয় পার্টি আমার সঙ্গে বেঈমানী করেছে। তাই লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সৎ ও নিষ্টাবান রাজনীতির প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগদান করলাম।’
প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘লালমনিরহাটে জিএম কাদেরের মতো ৫০০ এমপি আসলেও এ জেলার কোনো উন্নয়ন হবে না। জাতীয় পার্টির নেতাকর্মীরা শুধু টিআর, কাবিখা, কাবিটা নিয়ে ব্যস্ত। লালমনিরহাট জেলার উন্নয়ন করতে হলে বিএনপি সরকারের কোনো বিকল্প নেই।’
এ সময় তিনি জাতীয় পার্টি থেকে যোগ দেয়া নেতাকর্মীদের সাধুবাদ ও অভিনন্দন জানান।