মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মতবিনিময় অনুষ্ঠানে হয়তো সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। এ নিয়ে এতো চিন্তা-ভাবনার কোনো কারণ নেই। আর বিষয়টি মন্তব্য করতে চাচ্ছি না।’
দেশের ৬১ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ঢাকার নির্বাচন ভবনে শনিবার বৈঠক করে ইসি। জেলা পরিষদ ও গাইবান্ধা উপনির্বাচনসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠের পরিস্থিতি জানতে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে বিগত ভোট ও জেলা পরিষদ ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি তুলে ধরে বক্তব্য দেন ইসি আনিছুর রহমান। সে সময় সভাকক্ষে হইচই সৃষ্টি হয়। ডিসি-এসপিদের আপত্তির মুখে ইসি আনিছ জানতে চান, তারা তার বক্তব্য শুনতে চান কি না। জবাবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে তিনি ডায়াস ছেড়ে চলে যান।
এ বিষয়ে ইসি আনিছুরের প্রতিক্রিয়া জানতে নিউজবাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে সোমবার ইসি আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এ নিয়ে ডিসি-এসপিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই।’
সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনায় বিব্রত ইসি রাশেদা। একই দিনে তিনি সাংবাদিকদের জানান, হৈচৈয়ের ঘটনায় তিনি বিব্রত হয়েছেন। তবে বিচলিত নন। ইসি আনিছুরের কথার প্রক্ষেপণটা ওনাদের ভালো লাগেনি। তবে কথাগুলো অমূলক নয় বলে মনে করেন এই কমিশনার৷
মঙ্গলবার সিইসি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সহকর্মীদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে ডিসি-এসপিদের। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। বিষয়টি নিয়ে খামাখা এত কথা বলার প্রয়োজন নেই। আপনারা (সাংবাদিক) আগামীর দিকে তাকান। ওখানে কিছু হয়নি। যা হয়েছে তা নিয়ে চিন্তার কারণ নেই। এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আপনারাও মাথা ঘামাবেন না।’
এদিকে শনিবারের ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে সিইসি ও অন্য কমিশনাররা উপস্থিত থাকলেও ইসি আনিছুর ছিলেন না। এরপর সোমবার অন্য কমিশনাররা অফিস করলেও ইসি আনিসুর ছিলেন না। মঙ্গলবারের সংবাদ সম্মেলনেও ছিলেন না তিনি।