বিশ্বের অনেক মেয়েই আজ ব্যাপক চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের দশম বার্ষিকীতে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের দশম বার্ষিকীতে আমরা বিশ্বজুড়ে সব কন্যার জীবন ও অর্জনকে উদযাপন করছি। মেয়েরা যখন মানবাধিকার অনুধাবন করতে সহায়তা পায়, তখন তারা নিজেদের সম্ভাবনাগুলোতে পৌঁছাতে পারে এবং ব্যক্তিগত, নিজ সম্প্রদায় ও সমাজের জন্য অপেক্ষাকৃত উত্তম বিশ্ব গড়তে পারে।
‘মেয়েরা শিক্ষার সুযোগ পেলে স্বাস্থ্যকর, উৎপাদনশীল ও পরিপূর্ণ জীবনযাপনে তাদের সুযোগ আরও বেড়ে যায়। সঠিক স্বাস্থ্যসেবা পেলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অধিকার সচেতন হয়ে বেড়ে ওঠে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অনেক মেয়েই আজ ব্যাপক চ্যালেঞ্জের মুখে। কোভিড-১৯ মহামারির কারণে হয়তো তাদের পড়ালেখার ইতি ঘটেছে। সংঘাতের কারণে হয়তো তারা বাস্তুচ্যুত হয়েছে। তারা হয়তো তাদের শারীরবৃত্তীয় ও প্রজনন অধিকার ভোগের সুযোগ পাচ্ছে না।’
গুতেরেস বলেন, ‘আফগানিস্তানে অব্যাহতভাবে মেয়েদের বিদ্যালয় থেকে ঝরে পড়া নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। এটা মেয়েদের যেমন ক্ষতি করছে, একইভাবে একটি দেশকেও ক্ষতিগ্রস্ত করছে। আবারও মেয়েদের পড়ার সুযোগ দিতে তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি।
‘যেকোনো সময়ের তুলনায় আমাদের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিকে আরও বেশি জোরদার করতে হবে, যাতে মেয়েরা নিজেদের অধিকার অনুশীলন ও ভোগ করতে পারে। একইসঙ্গে নিজ সম্প্রদায় ও সমাজে সমানভাবে ও নিজের জায়গা থেকে শতভাগ ভূমিকা রাখতে পারে।’
তিনি বলেন, ‘মেয়েদের জন্য বিনিয়োগ মানে আমাদের সবার ভবিষ্যতের পেছনে বিনিয়োগ। মেয়েরা যেন সব জায়গায় স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে, পড়ালেখার সুযোগ পায় ও নিরাপদ থাকে তা নিশ্চিত করতে আসুন আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে আমরা আমাদের প্রচেষ্টা দ্বিগুণ জোরদার করি।’