বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ সপ্তাহ আগেই অস্ত্রোপচার, জন্ম নিল চার শিশু

  •    
  • ১১ অক্টোবর, ২০২২ ১৫:৪৩

শিশুগুলোর ওজন যথাক্রমে ১ কেজি ৫০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ও দুইটা ১ কেজি ৬০০ গ্রাম করে। শিশুরা ও তাদের মা বর্তমানে সুস্থ ও ভালো আছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন রিপা বেগম নামের ২১ বছর বয়সী এক গৃহবধূ।

সোমবার রাতে জেলা শহরের জেল রোডে অবস্থিত লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হলে চার শিশুর জন্ম হয়। যার মধ্যে তিনটি কন্যা ও একটি পুত্র সন্তান।

শারীরিক কিছু সমস্যায় নির্দিষ্ট সময়ের ৫ সপ্তাহ আগে অস্ত্রোপচার করে শিশুদের জন্ম দেয়া হয়েছে। মা ও চার শিশু সুস্থ আছে। শিশুদের এখন এনকিউবিটরে রাখা হয়েছে বলে জানান গৃহবধূ রিপার চিকিৎসক গাইনি কনসালটেন্ট শারমিন সুলতানা। অস্ত্রোপচারে জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) শাকির রহমানও অংশ নেন।

রিপা বেগম জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের সাগর মিয়ার স্ত্রী। স্বামী সাগর মিয়া একজন কৃষক। সোমবার বিকেলে রিপার প্রসব ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসক শারমিন সুলতানা বলেন, ‘প্রসূতি রিপা পূর্বে থেকেই তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। রিপার আগেও প্রথম বাচ্চাটা স্বাভাবিকভাবে প্রসবকালে মারা যায়। পরে আবার গর্ভবতী হলে আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। সোমবার বিকেলে প্রসব ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে আনা হয়। প্রথমে আমরা তার স্বাভাবিক প্রসবের চেষ্টা করি। স্বাভাবিকভাবে তিনি একটি কন্যা শিশু প্রসব করেন। পরে আধা ঘণ্টা পর তাকে সিজারিয়ান অপারেশন করে দুইটি কন্যা ও একটি পুত্র সন্তান প্রসব করানো হয়।’

তিনি জানান, শিশুগুলোর ওজন যথাক্রমে ১ কেজি ৫০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ও দুইটা ১ কেজি ৬০০ গ্রাম করে। শিশুরা ও তাদের মা বর্তমানে সুস্থ ও ভালো আছে।

শিশুদের ওজন কম হওয়ায় তাদেরকে পাশের শিশু হাসপাতালে ইনকিউবেটর (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) রাখা হয়েছে। রিপা বেগমকে তার নির্ধারিত সময়ের ৫ সপ্তাহ আগে সিজারিয়ান অপারেশন করা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।

শিশুদের পিতা সাগর মিয়া বলেন, ‘আমি এক সময় বিদেশে থাকতাম। বর্তমানে দেশে ফিরে কৃষি কাজ করি। দুই বছর আগে প্রসবের সময় আমার একটি বাচ্চা মারা যায়। বর্তমানে এক সঙ্গে চারটি বাচ্চা হওয়ায় আমি খুবই খুশি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।’

এ বিভাগের আরো খবর