প্রায় দেড় দশক ধরে যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপি নেতা তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জনিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ১০ ডিসেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে বলেও জানিয়েছেন তিনি।
বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারানো পাঁচ নেতা-কর্মীর স্মরণে সোমবার লক্ষ্মীপুরে বিএনপির শোক মিছিল ও সমাবেশে এ বক্তব্য দেন তিনি।
এ্যানীর বাসা থেকে বের হওয়া মিছিলে অংশ নেয় কয়েক হাজার নেতা-কর্মী। শহরের বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি আবার আসে বিএনপি নেতার বাসায়। সেখানে হয় সমাবেশ।
এ্যানী বলেন, ‘খুব শিগগির তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে আসবেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। অনতিবিলম্বে তাদের সব মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’
২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারে তারেক রহমান পরের বছর চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে যান যুক্তরাজ্যে। চিকিৎসা শেষ হলেও ১৪ বছরেও তিনি ফেরেননি দেশে।
এর মধ্যে বিদেশে অর্থপাচার, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় তার সাজা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাজা হয়েছে গ্রেনেড হামলা মামলায়। বিদেশে অবস্থানের কারণে কোনো মামলায় আপিলও করতে পারেননি তিনি।
তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে স্বীকার করা হয়েছে তার দলের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন, বিএনপি নেতা সে দেশের নাগরিকত্বও নিয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে বলে বিএনপি নেতা আমান উল্লাহ আমান যে বক্তব্য রেখে আলোড়ন তুলেছেন, সেটি এবার বলেছেন এ্যানীও।
তিনি বলেন, ‘১০ ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে। ১০ তারিখের পর দেশনেত্রীর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। আর কোনোভাবে ছাড় দেয়া হবে না।’
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি তুলে ধরে বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপে বসা হবে না, তাদের নেতৃত্বে কোনো নির্বাচনও হবে না এ দেশে।
‘তারা অবৈধভাবে ও নিশি রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। এই ভোট চোর অবৈধভাবে ক্ষমতাদখলকারী শেখ হাসিনাকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না।’
বিএনপির আন্দোলনে বাধা দিলে প্রতিরোধ ও হামলা হলে পাল্টা হামলার ঘোষণাও দেন ছাত্রদলের সাবেক সভাপতি। বলেন, ‘বাধা দিলেই যুদ্ধ হবে।’
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, বিএনপি নেতা হারুনুর রশিদ ব্যাপারী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও আনোয়ার হোসেন বাচ্ছু, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব আবদুল আলীম হুমায়ন, যুগ্ম-আহ্বায়ক রশিদুল হাসান লিংকনও সমাবেশে বক্তব্য রাখেন।