বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার: মোমেন

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ২০:০৫

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েক দিন পর পরই ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে- আমরা একটি লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।’

‘সীমান্তে কয়েক দিন পরপরই হত্যাকাণ্ড আমাদের জন্য খুবই দুঃখজনক। আর ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত ও পরিপক্ব গণতন্ত্রের দেশ যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখে তাহলে তা তাদের জন্য লজ্জাজনক।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক।

‘কয়েক দিন পর পরই ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে- আমরা একটি লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ছবি: নিউজবাংলা

ব্রুনাই সুলতানের ঢাকা সফর একদিন পিছিয়েছে

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। তবে তার এই সফর একদিন পিছিয়েছে। ১৫ অক্টোবর ঢাকায় আসছেন বিশ্বের অন্যতম ধনী দেশটির রাষ্ট্রপ্রধান। এর আগে ১৪ অক্টোবর এই সফর হতে পারে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিনি ঢাকা সফরে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের এপ্রিলে ব্রুনাই সফর করেন। ব্রুনাইয়ের সুলতানের এটা ফিরতি সফর।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সুলতান হাসানাল বলকিয়াহর এই সফর উপলক্ষে ইতোমধ্যে ঢাকা-ব্রুনাই ফ্লাইট অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানানোর প্রস্তুতি শেষ করেছে ঢাকা। সফরে চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা-ব্রুনাই সরাসরি ফ্লাইট, অভিবাসন, জ্বালানি সমঝোতা স্মারকের নবায়নসহ আরও কয়েকটি বিষয় রয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রুনাইয়ের হালাল বাজার সম্পর্কে আগ্রহ আছে বাংলাদেশের। এ খাতে বাংলাদেশের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে ওই দেশের সরকারি একটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

ব্রুনাই একটি আমদানিনির্ভর দেশ। অপরদিকে কৃষি খাতে অনেক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। সে দিক বিবেচনায় বাংলাদেশের জন্য হালাল খাদ্যের একটি বাজার হতে পারে ব্রুনাই।

ব্রুনাইয়ের হালাল সার্টিফিকেশন ব্যবস্থা অনেক উন্নত এবং বাংলাদেশ তাদের কাছ থেকে এ বিষয়ে কারিগরি সহায়তা নিতে পারে।

সুলতানের এবারের সফরে ওই সমঝোতা স্মারকে এলএনজির পাশাপাশি তেলজাত পণ্য আমদানির বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আলোকে জ্বালানি আমদানি, বাংলাদেশি শ্রমিক নিয়োগ, সরাসরি বিমান চলাচল এবং সংস্কৃতি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি শেষ হয়েছে।

ব্রুনাইয়ের সুলতানের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নিউজবাংলাকে বলেন, ব্রুনাই থেকে ডিজেল আমদানি নিয়ে কাজ করছে বাংলাদেশ।

জানা গেছে, সুলতানের এ সফরে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি, প্রাণী ও মৎস্য, স্বাস্থ্য, যোগাযোগ, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এছাড়া দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আসিয়ান জোটের ডায়ালগ অংশীদার হতে ব্রুনাইয়ের সহযোগিতা চাওয়া হবে ঢাকার পক্ষ থেকে।

সূত্র জানায়, বাংলাদেশে ২০২০ সালে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন ও মুজিব শতবর্ষ উদযাপনের সময়ে বিভিন্ন দেশের শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কোভিডের কারণে অনেক নেতাই আসতে পারেননি। এখন সেসব নেতাকে বাংলাদেশ সফরে আনার চেষ্টা করছে ঢাকা। ব্রুনাইয়ের সুলতানও ওই সময় আমন্ত্রিত অতিথি ছিলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রুনাইয়ের সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। সুলতান হাসানাল বলকিয়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

হাসানাল বলকিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সংগ্রহের সম্ভাবনা, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা এবং হালাল খাদ্য নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

ব্রুনাইয়ে বর্তমানে ২৩ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত। বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ অনেক আগে ব্রুনাই থেকে জ্বালানি সংগ্রহ করেছে। তারপর তা নানা কারণে বন্ধ হয়ে যায়। এখন দেশটি থেকে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা হবে। ব্রুনাইয়ে তেল-গ্যাসসহ জ্বালানির বিপুল রিজার্ভ রয়েছে।

সুলতানের সফরে রোহিঙ্গা ইস্যুও তুলে ধরবে বাংলাদেশ। ব্রুনাই আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চাইবে। এ সফরে বর্তমান মিয়ানমার পরিস্থিতির কারণে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা তুলে ধরারও সুযোগ পাবে।

মিয়ানমারে পশ্চিমা বিনিয়োগ বাড়ছে

ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করার পরও মিয়ানমারে পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ বাড়ছে। দেশটিতে লাগাতার বিনিয়োগ করে চলেছে যুক্তরাজ্য, যা গ্রহণযোগ্য নয়।

এমন তথ্য উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সেখানে আমি রোহিঙ্গা প্রসঙ্গ তুলেছি।’

মোমেন বলেন, ‘আমি বলেছি- বিভিন্ন তথ্যমতে জানা যাচ্ছে যে গত পাঁচ বছরে মিয়ানমারে আপনারা যথেষ্ট বিনিয়োগ করেছেন। যদিও আপনারা কোনো কোনো জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু মিয়ানমারে বিনিয়োগ অনেক গুণ বেড়েছে। যুক্তরাজ্য হচ্ছে মানবাধিকারের নেতা। তারপরও মিয়ানমারে তারা বিনিয়োগ করছে এবং তা গ্রহণযোগ্য নয়।’

রাখাইনে সংঘাত চলছে এবং এ সময় বাংলাদেশে গোলাগুলি এসে পড়ছে জানিয়ে মোমেন বলেন, ‘চীনের কাছ থেকে সহযোগিতা চেয়েছি। তারা বলেছে যে জানাবে এবং আমাদের বিশ্বাস তারা জানিয়েছে। তবে অনেক কিছু মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেজন্য জানালেই যে তারা সবকিছু ঠিক করে ফেলতে পারবে- বিষয়টি সেরকম নয়।

এ বিভাগের আরো খবর