বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাওন হত্যা: বিএনপির মামলা খারিজ

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১৯:৫১

যুবদল কর্মী শাওনকে হত্যার অভিযোগ এনে ৬ অক্টোবর পুলিশ ও সরকার দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা করেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী সদস্য মো. সালাহউদ্দিন খান।

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাটে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওন নিহতের ঘটনায় বিএনপির করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।

সোমবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার মামলাটি খারিজ করে দেন।

আদালত পরিদর্শক জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুবদল কর্মী শাওনকে হত্যার অভিযোগ এনে ৬ অক্টোবর পুলিশ ও সরকার দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা করেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী সদস্য মো. সালাহউদ্দিন খান। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা ।

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, সদর থানার ওসি তারিকুজ্জামানসহ পুলিশের ৯ সদস্যের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় ৪০-৫০ পুলিশ সদস্য এবং সরকার দলীয় ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

এদিন আদালতের বিচারক মামলার পরবর্তীতে আদেশের জন্য ১০ অক্টোবর ধার্য করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব বলেন, ‘এটা আদালতের এখতিয়ার। এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

মামলার বাদী পক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান খান আল-মামুন মামলা খারিজ নিয়ে কোনো কথা বলেননি।

জেলা ও দায়রা জজ আদালতে রিভিউ চাওয়া হবে বলে জানান তিনি।২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন।

তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করে আসছেন স্বজন ও বিএনপি নেতারা। অন্যদিকে পুলিশের দাবি, শাওনের মৃত্যু হয়েছে ইটের আঘাতে।

সংঘর্ষের এ ঘটনায় সদর থানার এসআই মাঈনউদ্দিন ও শ্রমিকলীগ নেতা আব্দুল মালেক বাদী হয়ে দুটি মামলা করেন। এতে বিএনপির দেড় সহস্রাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।

এ বিভাগের আরো খবর