‘দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। সেটা যদি না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মা কষ্ট পাবে। আমরা পড়ন্ত বেলায় চলে এসেছি। গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য জীবনের শেষ যুদ্ধটা করতে চাই।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সোমবার এক আলোচনা সভায় এসব কথা বলেছেন।
জিহাদ দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদ।
কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করায় বর্তমান সরকার সরাসরি টার্গেট করে পাঁচজনকে হত্যা করেছে। এরশাদ হত্যা করেছিলেন। বর্তমান অবৈধ সরকারও হত্যা করছে। হত্যা করে ক্ষমতায় থাকা যায় না। কোনো স্বৈরাচারই থাকতে পারেনি।
‘এই সরকারের সময় শেষ। গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে আগামীতে তাদের দিন। দেশের সাধারণ মানুষের দিন।
ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক ছাত্রনেতা ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।