চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে উৎপল চৌধুরী নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কানুনগোপাড়া ডিসি সড়কের বাদুড়তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ৫০ বছর বয়সী উৎপল চৌধুরী দক্ষিণ ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক।
ওসি জানান, দুটি অটোরিকশার সংঘর্ষে শিক্ষক উৎপল চৌধুরী ও এক নারী আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আশপাশের মানুষ। সেখানে উৎপলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত অপর নারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কান্তা অধিকারী বলেন, ‘ওনাকে (উৎপল চৌধুরী) আমরা মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা গেছেন।’