বিএনপির ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।
যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারীকে হত্যার প্রতিবাদে সোমবার সকালে লক্ষ্মীপুর সদরের রশিদপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘তথাকথিত আন্দোলনে নামে সারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তাদের ছত্রছায়ায় সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই থাকুক, খুঁজে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে। বিএনপির সন্ত্রাসীরা এতদিন ঘাপটি মেরে ছিল। এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কোনো লাভ হবে না।’
তিনি বলেন, ‘লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে বিএনপি প্রমাণ করেছে তারা এখনও সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সন্ত্রাসীরা বীর মুক্তিযুদ্ধাকেও ছাড়ে নাই। এখানে মুক্তিযোদ্ধা হত্যাসহ কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। যারাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, ছাড় পাবে না কেউ।’
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক রাসেল মাহামুদ মান্না, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া।
এর আগে হানিফ নিহত যুবলীগ নেতা আলাউদ্দিনে বাড়ি গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান। পরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
৩০ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আলাউদ্দিন পাটওয়ারীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আকাশ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় বিএনপি ও যুবদলের চার নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।