বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জঙ্গিবাদে জড়িয়ে ১৯ জেলার ৫৫ জন নিখোঁজ

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১২:৪৫

প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো দেশের সব গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সম্মিলিত অভিযান চলমান রয়েছে।

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে দেশের ১৯টি জেলা থেকে গত দেড় থেকে ২ বছরে ৫৫ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় দুর্গম অঞ্চলে আত্মগোপনে থেকে এই ৫৫ জন প্রশিক্ষণগ্রহণ করেছেন।

র‌্যাব মুখপাত্র জানান, ইতোমধ্যে গ্রেপ্তার করা জঙ্গি সংগঠনের সদস্যদের কাছ থেকে একজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তবে ক্ষেত্রবিশেষে নাম ও ঠিকানায় কিছুটা তারতম্য থাকতে পারে।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো দেশের সব গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সম্মিলিত অভিযান চলমান রয়েছে।

র‌্যাবের দেয়া তথ্য মতে, দেশের ১৯ জেলার মধ্যে নারায়ণগঞ্জ থেকে চারজন, নেত্রকোণা থেকে একজন, নোয়াখালী থেকে এক, পটুয়াখালী থেকে ছয়, ফরিদপুর থেকে দুই, বরিশাল থেকে তিন, ব্রাহ্মণবাড়িয়া থেকে এক, ময়মনসিংহ থেকে এক, মাগুরা থেকে এক, মাদারীপুর থেকে দুই, সিলেট থেকে সাত, সুনামগঞ্জ থেকে এক, কুমিল্লা থেকে ১৫, খুলনা থেকে এক, চাঁদপুর থেকে এক, ঝালকাটি থেকে দুই, ঝিনাইদহ থেকে, টাঙ্গাইল থেকে এক এবং ঢাকা থেকে চারজন নিখোঁজ রয়েছেন।

এ বিভাগের আরো খবর