ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।
এর আগে ৬ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার জন্য ১০ অক্টোবর দিন ঠিক করে আদালত।
এ মামলার আসামি পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জন।
পৌর মেয়র রফিকুল ইসলাম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়া, কামাল মিয়া, মাঈন উদ্দিন, শরীফুল ইসলাম, রুহুল আমিন ও শাজাহান মিয়া।
জানা যায়, ২০২০ সালের ১৭ অক্টোবর রাতে পৌর শহরের মধ্যবাজার এলাকার মরিচ মহালে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনার দুই দিন পর তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত ১৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে মামলা করেন।
এরপর ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তভার পায় জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ৫ মার্চ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।