বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইবান্ধার ভোটে প্রতি কেন্দ্রে ৯ ক্যামেরা

  •    
  • ৯ অক্টোবর, ২০২২ ২৩:৩১

প্রতিটি ভোটকেন্দ্রে এবং কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনি এলাকার ১৪৫টি ভোটকেন্দ্রের অভ্যন্তরে দুটি এবং প্রতিটি ভোটকক্ষের ভেতর (গোপন বুথের দৃশ্য ব্যতীত) ৯৫২টি, সব মিলিয়ে ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

ভোটের মাঠের সহিংসতা এড়াতে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে ১২০ কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করেছে।

রোববার নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম এসব তথ্য জানান।

আগামী ১২ অক্টোবর এ আসনে ভোট হবে। তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে তাদের ভোট দেয়ার সুযোগ পাবেন।

গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

জেলার সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসনটি গঠিত।

প্রতিটি ভোটকেন্দ্রে এবং কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনি এলাকার ১৪৫টি ভোটকেন্দ্রের অভ্যন্তরে দুটি এবং প্রতিটি ভোটকক্ষের ভেতর (গোপন বুথের দৃশ্য ব্যতীত) ৯৫২টি, সব মিলিয়ে ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

এ ছাড়া ভোটের দিন ও ভোটের আগের দিনের দৃশ্য সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলেও বলা হয় বিজ্ঞপ্তিতে।

সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন এবং ফুলছড়ি উপজেলা গজারিয়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী, ফজলুপুর ইউনিয়ন চরাঞ্চল ও দুর্গম হওয়ায় সেসব এলাকায় জিএসএম রাউটার ব্যবহার করে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

কুমিল্লা সিটি ভোটে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সঠিক পর্যবেক্ষণ ও সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের আরো খবর