ঝিনাইদহের হরিণাকুন্ডুের রিশখালী গ্রামের নিখোঁজ কৃষক হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের চারদিন পর রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রিশখালী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪০ বছর বয়সী হাফিজুর রিশখালী গ্রামের বাসিন্দা। হাফিজুরের চাচা সাবদার আলী জানান, বুধবার রাত ৯টার দিকে হাফিজুর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার তার ভাই জাফিরুল ইসলাম বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় সাধারণ ডায়েরি করেন।
রোববার দুপুরে গ্রামের লোকজন বিলে মাছ ধরতে গিয়ে একটি মোবাইল ফোন পেয়ে হাফিজুরের পরিবারকে জানান। ফোনটি হাফিজুরের বলে শনাক্ত করে তার পরিবার।
সাবদার আলী জানান, ওই বিলে খোঁজাখুঁজির একপর্যায়ে মাটিতে পুঁতে রাখা হাফিজুরের পা দেখতে পান গ্রামবাসী। পুলিশ গিয়ে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো হাফিজুরের মরদেহ বের করে। তার ঘাড়ে ও পিঠে কোপের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার চাই।’
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, রিশখালী বিলে হাফিজুরের মরদেহ পুঁতে রাখা ছিল। পুলিশ মরদেহ তুলে থানায় নিয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হবে।