নেত্রকোণায় রাতের বেলা বাড়ির পাশে বসে থাকা এক কলজে ছাত্রের ওপর অতর্কিত হামলা করে তাকে হত্যা করা হয়েছে। খুনি তার গলায় ছুরি চালিয়েছে।
নিহত ছাত্রের নাম সাদ্দাম হোসেন। ১৭ বছর বয়সী সাদ্দাম পাথারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে। তিনি কেন্দুয়ার বানেটেক কারিগরি স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তেন।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এই খুন করেছে, সেই বিষয়টি এখনও জানা যায়নি। তবে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে সাদ্দামের সঙ্গে কারও বিরোধ ছিল কি না বা কারও সঙ্গে তার লেনদেনের কোনো সমস্যা হয়েছিল কি না।
নিহতের স্বজনদের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, সাদ্দাম রাত ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় বসে মোবাইল দেখছিলেন। এ সময় কে বা কারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
সাদ্দামের চিৎকার শুনে স্বজনরা এগিয়ে আসে। কিন্তু তার আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
স্বজনরা এই কিশোরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা হাসপাতালে পৌঁছার আগেই মারা যান সাদ্দাম।
এই প্রতিবেদন লেখার সময় ময়নাতদন্তের জন্য তার মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিল।
ওসি আলী হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।