ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে নদীর পানিতে ডুবে ২ কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ৪ বছরের আরিফা খাতুন এবং পার্শ্ববর্তী দরিবিন্নী গ্রামের আয়েন উদ্দীনের মেয়ে ৫ বছরের ইয়াসমিন খাতুন। আরিফা ও ইয়াসমিন সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
প্রতিবেশী রবিউল ইসলাম জানান, রোববার আরিফার চাচা আশরাফুল ইসলামের বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যদের সঙ্গে মামার বাড়িতে এসেছিল ইয়াসমিন।
শনিবার বিকেলে গায়ে হলুদের পর আশরাফুলকে গোসল করানো হচ্ছিল। সবাই যখন এ কাজে ব্যস্ত তখন শিশু আরিফা ও ইয়াসমিন কুমার নদের পাশে খেলা করতে যায়।
ধারণা করা হচ্ছে, নদের পাড়ে খেলার সময় অসাবধানতাবশত তারা দুজনই পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন আরিফা ও ইয়াসমিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেলে নদীতে এক নারী গোসল করতে গিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন।
হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসএই নরোত্তম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’