রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ অক্টোবর শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভিকারুননিসার মূল শাখাসহ অন্যান্য সব শাখায় একযোগে ভোটগ্রহণ চলবে।
সম্প্রতি গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহনাজ সুলতানা এই তফসিল ঘোষণা করেন।
তফসিলে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার গভর্নিং বডি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিলে বলা হয়েছে, অধ্যক্ষের কার্যালয়ে ১১, ১২ ও ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, জমা নেয়া হবে।
১৬ অক্টোবর সকাল ১১টায় প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। আর ২৮ অক্টোবর শুক্রবার সকাল ১০টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখাসহ (১/এ, বেইলি রোড) অন্যান্য সব শাখায় (আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা) একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।