ময়মনসিংহের গফরগাঁওয়ে সফর উদ্দিন নামের সৌদিপ্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই আমির উদ্দিনের বিরুদ্ধে।
উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুচরাই গ্রামে শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
৫০ বছর বয়সী সফর উদ্দিন গ্রামের সাবেদ আলীর ছেলে।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান খান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন সফর উদ্দিন। দুপুরে বাঁশ কাটা নিয়ে বড় ভাই আমির উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। হাতাহাতির একপর্যায়ে আমির উদ্দিনের দায়ের কোপে সফর উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনার পর পালিয়েছেন আমির উদ্দিন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।