ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভেসে আসা অজ্ঞাত এক কিশোরীর গলিত দেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া সীমারবুক গ্রাম থেকে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা মোস্তাছিনুর রহমান।
ওসি জানান, সকালে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান কয়েক জেলে। এ সময় নদের কিনারায় পড়ে থাকা ওই মরদেহটিকে একদল শেয়াল ও কুকুর টানাটানি করে খেতে দেখেন তারা।
পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, ‘ওই কিশোরীর আনুমানিক বয়স ১২ বছর। মরদেহটির গলা ও বুকের বেশ কিছু অংশ এবং ডান পায়ের কিছু অংশ ছিঁড়ে খেয়েছে শেয়াল-কুকুর। মরদেহ উদ্ধারের খবরে আশপাশের এলাকার লোকজন ভিড় করলেও তাদের কেউ ওই কিশোরীকে চিনতে পারেনি। ফলে পিবিআইয়ের মাধ্যমে আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংরক্ষণ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’ এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হবে বলেও জানিয়েছেন ওসি।