বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

  •    
  • ৭ অক্টোবর, ২০২২ ১৮:০৬

ডিআইজি বলেন, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর পল্লবীর সি-ব্লক এলাকায় চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী রাকিবের উপর হামলা করে কিশোর গ্যাং জুনিয়র গ্রুপের প্রধান রমজান তার সহযোগীরা। হামলাকারীরা পেছন থেকে রাকিবের পিঠের নিচের অংশে ছুরি মারে। গুরুতর আহত রাকিবের মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

রাজধানীর মিরপুর পল্লবীর এলাকায় দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে জুনিয়র গ্যাংয়ের হামলায় সিনিয়র গ্যাংয়ের সদস্য এসএসসি পরীক্ষার্থী রাকিব গুরুতর আহত হয়। ঘটনায় জড়িত কিশোর গ্যাং দলের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ী, আশুলিয়াসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কিশোর গ্যাং জুনিয়র গ্রুপের প্রধান মো. রমজান, আল আমিন, ইসমাইল হোসেন ওরফে পপকন, বিজয় ও মো. ইয়াসিন আরাফাত ওরফে সাইমন।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর পল্লবীর সি-ব্লক এলাকায় চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী রাকিবের উপর হামলা করে কিশোর গ্যাং জুনিয়র গ্রুপের প্রধান রমজান তার সহযোগীরা। হামলাকারীরা পেছন থেকে রাকিবের পিঠের নিচের অংশে ছুরি মারে। গুরুতর আহত রাকিবের মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হামলায় আহত হওয়ার আগে রাকিব পাঁচটি পরীক্ষা দিয়েছিল। ৬ষ্ঠ পরীক্ষার দিন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে পরীক্ষা দেয়ার জন্য নিয়ে গেলেও পরীক্ষার সময় সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে, পরে তাকে পরীক্ষার হল থেকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান মোজাম্মেল হক।

ঢাকা মেডিক্যালের চিকিৎসকদের বরাত দিয়ে র‍্যাব-৪ এর অধিনায়ক জানান, হামলায় আহত রাকিবের মেরুদণ্ড ক্ষতিগ্রস্তসহ শরীরের নিচের অংশ পুরোপুরি অবশ হয়ে গেছে। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় রাকিবের বাবা আব্দুল্লাহ বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

গ্রেপ্তার কিশোরদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিআইজি মোজাম্মেল হক বলেন, ‘পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে গ্যাং গড়ে উঠেছে। সেখানে সিনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপ নামে দুটি পৃথক কিশোর গ্যাং রয়েছে, যারা এলাকায় ইভটিজিং, ছোটখাট ছিনতাইসহ মাদক সেবন ও এলাকায় আধিপত্য বিস্তারে জড়িত। এই দুইটি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সার্বক্ষণিক হাঙ্গামায় জড়িয়ে থাকে। আহত রাকিব সিনিয়র গ্রুপের সদস্য। গ্রেপ্তারকৃতরা জুনিয়র গ্রুপের সদস্য।’

তিনি আরও জানান, ঘটনার কয়েকদিন আগে জুনিয়র গ্রুপের সদস্য রমজান, আল আমিন, বিজয়, ইয়াসিনসহ আরও ৫-৬ জন মিলে মিরপুর-১২, ডি ব্লকে ধুমপান করার সময় পাশ দিয়ে সিনিয়র গ্রুপের কয়েকজন সদস্য গেলে আসামিরা তাদেরকে কোনো প্রকার সম্মান দেখায়নি। সে সময় সিনিয়র গ্রুপের সদস্যরা তাদেরকে বিভিন্ন প্রকার হুমকিসহ ধস্তাধস্তি ও চড়-থাপ্পড় মারে।

এ বিভাগের আরো খবর