বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরায় চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দুই কিশোরকে।
হিজলা নৌ পুলিশ ইউনিটের পরিদর্শক বিকাশ চন্দ্র দে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ ৬ জেলেকে আটক করে নৌ পুলিশ ইউনিট। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে এক বছর করে জেল দেয়া হয়।
দণ্ডিতরা হলেন হিজলা উপজেলার পূর্ব খাগেরচর এলাকার সাইফুল মল্লিক, নাজমুল শিকদার, নুরুল ইসলাম তালুকদার ও চর বিশোরের কাওসার মোল্লা।
অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দুইজনকে মুচলেখা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এছাড়া পুড়িয়ে ফেলা হয় জব্দ হওয়া কারেন্ট জাল।