নোয়াখালীর মাইজদীতে পুকুর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মাস্টার পাড়া এলাকার একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকালে তৃষা সাহার মরদেহ উদ্ধার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
২৬ বছরের তৃষা সাহা একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মাস্টার পাড়া এলাকার কমল সাহার মেয়ে ছিলেন।
তৃষার বাবা কমল সাহার বরাতে ওসি বলেন, ‘তৃষা দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে তিনি বাসা থেকে বের হন। পরে ১০টার দিকে পরিবারের সদস্যরা বাসার পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তৃষা সাহার বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।’