কারচুপির সুযোগ থাকায় ইভিএমে জনগণের আস্থাহীনতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ভোটে ইভিএমের পেছনে যারা থাকেন, তারা সরকারের অধীনেই কাজ করবেন।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং কলেজের নবীন বরণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘ইভিএমে ভোট করা সরকারের সিদ্ধান্ত। আসলে সরকার ইভিএমে যেতে পারবে কি না সংশয় আছে। কারণ ইভিএমে মানুষের আস্থা নেই। ইভিএমে ভোট চুরির শঙ্কা আছে। ইভিএমে ফল যাই হোক সেটা জনগণ মানতে বাধ্য হবে, এতে সঠিক নির্বাচন হবে না।
‘ইভিএম বিষয়ে কয়কজন বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন, মেশিনে সমস্যা আছে। আমরা ইভিএমে ভোট না করার সিদ্ধান্তে বলেছি, ইভিএমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’
স্বাস্থ্য বিভাগ সম্পর্কে তিনি বলেন, ‘অব্যবস্থাপনা ও দুর্নীতিতে স্বাস্থ্য বিভাগ সবচেয়ে এগিয়ে। দেশের হাসপাতালগুলো অব্যবস্থাপনায় ভরে গেছে। কোথাও ডাক্তার আছে তো এনেস্থেশিয়া নেই, আবার কোথাও এনেস্থেশিয়া আছে তো ডাক্তার নেই। এসব বিষয়ে বার বার স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি, কোনো কাজ হয়নি।’
একক নির্বাচন করার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এ সরকারের অধীনে নির্বাচন করব কি না তা পরে জানাবো, এখনও সেই সময় আসেনি। দল ও জনগণের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত জানাবো।’
জিএম কাদের লালমনিরহাট থেকে নাকি অন্য কোথাও থেকে নির্বাচনে অংশ নেবেন তাও দলের ফোরামে আলোচনা করে জানাবেন।